ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী । মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজাপুর উপজেলা পরিষদ চত্বরে ৫০ জন দুস্থদের মাঝে কম্বল বিচরণ করেন । এর আগে সকালে থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী রাজাপুর উপজেলার বিভিন্ন প্রকল্প ও উপজেলা পরিষদ ও রাজাপুর থানা পরিদর্শন করেন এবং উপজেলার কর্মকর্তাগনের সাথে মতবিনিময় করেন।মতবিনিময় অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য শুনেন এবং দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।এ সময় উপজেলা পরিষদ চেয়্যারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু, স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ আবুল খায়ের মাহমুদ রাসেল, রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম,সদর ইউপি চেয়্যারম্যান মোঃ আনোয়ার হোসেন মৃধা মজিবর সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন বক্তব্য রাখেন।রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন বলেন – উপজেলা সকল কর্মকর্তা বৃন্দ সমন্বয রেখে কাজ করে যাচ্ছে সুন্দর ভাবে ।রাজাপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভা