নুরনবী মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অসহায় বৃদ্ধাকে হুইল চেয়ার উপহার প্রদান করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি প্রেসসচিব এবিএম সরওয়ার-ই-আলম জীবন। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২০) বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের জাকলাটারি গ্রামে ওই বৃদ্ধার কাছে হুইল চেয়ার টি হস্তান্তর করা হয়।

এ সময় শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফুল আলম সোহেল, দৈনিক আমার সংবাদ পত্রিকা ও জয়যাত্রা টেলিভিশন এর সাংবাদিক জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক সাংবাদিক মাহবুব রহমান সুমন, স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক নূরনবী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; গত মঙ্গলবার (৬ অক্টোবর ২০২০) উপজেলার একজন গণমাধ্যম কর্মীর মাধ্যমে সামাজিক যোগাযোগের গণমাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধার স্বামী একটি হুইল চেয়ার চেয়ে আকুতি জানিয়েছিলেন। ভিডিওটি দেখে হৃদয়ে নাড়া দিয়ে উঠলে তিনি ঐ বৃদ্ধার জন্য একটি হুইল চেয়ার পাঠিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন