জাহাঙ্গীর আলম, সিনিয়র স্টাফ রিপোর্টার:
মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার আর সেই ধারাবাহিকতা কে সামনে রেখে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জনতার পুলিশ শাহজালালের উদ্যোগে ২ শতাধিক গরীব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ২৮ এপ্রিল বিকেলে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে ফুলবাড়ী থানা পুলিশের এএসআই জনতার পুলিশ খ্যাত শাহজালাল এর আয়োজনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার ও সাংগঠনিক সম্পাদক নুরনবী মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পুলিশের দেয়া ঈদ উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বালাটারী গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা রাবেয়া বেওয়া ও মোমেনা বেওয়া ও ফুলবাড়ী সদর ইউনিয়নের হারুন অর রশিদ
বলেন, জীবনের প্রথম পুলিশের কাছ থেকে এভাবে ঈদ উপহার পেলেন। জনতার পুলিশ শাহজালালের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন তারা।