ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি ঃ
কয়েকদিনের একটানা বৃষ্টিতে ভেঙ্গে যাওয়া গরীব বাড়ির মালিককে বাড়ি নির্মাণের ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিলেন পাঁচবিবির ইউএনও। জয়পুরহাটের পাঁচবিবির উপজেলার বাগজানা ইউনিয়নের সীমান্তের কোলঘেঁষে বসবাস করা ভীমপুর আদিবাসী পাড়ার মৃত আব্দুল হানিফের ছেলে ইউসুব আলী বিহারীকে (৭০) এসব মানবিক সহায়তা করেন ইউএনও। বিহারী ইউসুব দীর্ঘদিন ধরে উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় অন্যের দোকানের বারান্দায় নরসুন্দরের কাজ করে সংসার চালাত। সংসারে তার একমাত্র বউ ছাড়া কেউ নেই। মেয়ে একটা ছিল অনেক আগেই তাকে বিয়ে দেয়। মেয়ের সংসারেও অভাব অসহায় বাবা-মাকে একটু দেখভাল করার মত সমর্থন তারও নেই। বৃষ্টি ও বাতাসে তার একটি মাত্র থাকার ঘর ভেঙ্গে যাওয়ায় এখন সে অন্যের বাড়ির বারান্দায় থাকেন। এছাড়া লকডাউনে বৃদ্ধ ইউসুবের সংসার চালানই কঠিন ব্যাপার তার উপর ভাঙ্গা বাড়িটি নতুন করে তৈরী করা। বিপদ মূহুর্তে ইউএনওর মাধ্যমে এসব সহায়তা পেয়ে ভীষন খুশি তিনি। ঈদের আগের দিন মঙ্গলবার বিকালে ইউসুবের হাতে এসব তুলেদেন ইউএনও মহদোয়।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন বলেন, বৃষ্টিতে ইউসুব মিয়ার বসবাসের একমাত্র ঘরটি ভেঙ্গে যাওয়ার খবর পেয়ে সরেজমিনে গিয়ে পরিদর্শন করেছি এবং খাদ্য সহায়তা দিয়েছি। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গরীব ও অসহায় ইউসুবের পরিবারকে এসব সহায়তা প্রদান করা হয়।