মমিনুল ইসলাম বাবু, কুড়িগ্রাম ঃ
অসহায় বৃদ্ধা খাজিরন বেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ হওয়ায় তার পাশে দাঁড়ালেন কুড়িগ্রামের চিলমারী উপজেলা শাখার আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ঠিকাদার আবু হানিফা রন্জু, ।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে চিলমারীর রানীগঞ্জ ইউনিয়নের চুড়াওবাড়ী গ্রামে গিয়ে খাজিরন বেওয়াকে চাউল,ডাল,আলু,তেল,লবন,মরিচ,সাবানসহ নিত্য প্রয়োনীয় দ্রব্য দেন।
এসময় আবু হানিফা রন্জু বলেন গতকাল ফেসবুকে ওই মহিলার একটি ষ্ট্যাটাস দেখে আমি তাকে ব্যক্তিগতভাবে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করি। আমি বিত্তবানদের কাছে দেশে চলমান প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহবান করছি।
খাজিরন বেওয়া বলেন, তোমরা মোক এই খাবার দিলেন মুই খুব খুশি হইছং। তোমরা যুগ যুগ বাঁচি থাকো বাবা।