খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ মহড়া দিয়েছে উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশ।

রবিবার (১১ আগষ্ট) বিকেলে খানসামা থানা চত্বর থেকে সহকারী কমিশনার (ভূমি), sসেনাবাহিনী ও থানা পুলিশের সরকারী গাড়ীসহ একটি বহর বের হয়ে পুরো উপজেলার প্রধান প্রধান সড়ক ও হাট-বাজার জুড়ে মহড়া দেয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, ওসি মোজাহারুল ইসলামসহ বাংলাদেশ সেনাবাহিনী ও থানা পুলিশের সদস্যরা।

ওসি মোজাহারুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমনে খানসামা থানা পুলিশের সদস্যরা কর্মস্থলে ফিরেছে। থানার সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে চলছে। উপজেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *