মো: নাজমুল হুদা মানিক ॥ আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর উদ্যোগে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গনে ১৪ অক্টোবর দুপুর ১২টায় মদ, জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং ধর্ষনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আইন করনের ভিত্তিতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর সভাপতি হায়দার আলম শাহীন, সহসভাপতি আল্লামা গিয়াস উদ্দিন, সাধারন সম্পাদক সাদেক আলী সাদেক, যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমদ বুলবুল, মাদার চাইল্ডের সভাপতি রূপা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও যুবলীগ নেতা জিএম মারুফ, ছাত্রলীগ নেতা নাইম হাসান, তাহমিদ তনয় প্রমুখ। বক্তবাগন বলেন, আইনের পাশাপাশি সমাজের অপরাদ মুলক কাজ ও প্রবনতা রোধে দেশের জনগনের সোচ্চার হতে হবে।