মো: নাজমুল হুদা মানিক ॥
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর স্বীকৃতির ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে ২৯ নভেম্বর দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীতে ঢাক ঢোল বাজিয়ে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল ১১টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল ময়মনসিংহ নগরীর টাউনহল ময়দানে এসে জমায়েত হয়। পরে টাউনহল ময়দান থেকে র‌্যালী করে সার্কিট ময়দান সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে জাতির জনকের আদর্শে অনুপ্রানিত হয়ে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে শপথ গ্রহন করে। শপথ শেষে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে বর্ন্যাঢ র‌্যালীটি সমাপ্ত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক মো: শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সঞ্চালনায় ও পরিচালনায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও বিভিন্ন উপজেলা মৎস্যজীবীলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কে বাংলাদেশ আওয়ামলীগ এর সহযোগি সংগঠন হিসাবে স্বীকৃতি প্রদান করার ১ বছর পূর্ণ হওয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পন ও আনন্দ মিছিল করে ময়মনসিংহ জেলা কমিটি। ২৯ নভেম্বর রবিবার দুপুর ১২টায় নগরীর টাউন হল প্রাঙ্গন এ্যাভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম থেকে শুরু করে প্রথমে সার্কিট হাউস সংলগ্নে বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে রেলওয়ে কৃষ্ণচুড়া চত্তরে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম শহিদ, যুগ্ন আহবায়ক মজিবুর রহমান, হাবিবুর রহমান ফকির, আনিছুর রহমান, মনির শিকদার, জেলা কমিটির সম্মানিত সদস্য সারোয়ার জাহান খান সোহাগ, পারভীন আক্তার, রমিজ উদ্দিন প্রমূখ। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর ময়মনসিংহ সির্টি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও জেলার ১৪টি উপজেলা থেকে আগত সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালী পুর্ব ও শেষে বক্তরা বলেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ “ঐক্য কর্ম প্রগতি” এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এর পথ চলা। সরকারের প্রতিটি কর্মসূচী ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ পালন করবে। আগামীতে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা যে কোন সিন্ধান্ত দিবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ভুমিকা রাখার জন্য নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *