কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সার্কিট হাউসে গতকাল জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক অবরোধ।
মঙ্গলবার সকালে পৌনে বারোটা দিকে স্থানীয় ও যুবলীগের নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি পালন করে।
ছিনাই ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বুলু জানান, কুড়িগ্রাম সার্কিট হাউসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি এবং রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক’ অভ্যর্থনা জানোর সময় জেলা ছাত্র লীগের হামলায় জেলা আওয়ামী লীগের বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছেন। তারই প্রতিবাদে আজকের এই অবরোধ করছে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের সমর্থিতরা। আমিও এই অবরোধ কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নিয়েছি।
এই বিষয় অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, সড়ক অবরোধ করার তথ্য জানা নেই। আমরা খোঁজ নিচ্ছি।