লালমনিরহাট প্রতিনিধিঃ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য জি এম কাদের এমপি তিনদিনের সরকারি সফরে লালমনিরহাটে আসেন। সফরের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে তিনি লালমনিরহাট সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে অংশ নেবে। এ লক্ষ্যে জাতীয় পার্টি কাজ করে যাচ্ছে। এর আগে তিনি জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এক সভায় মিলিত হন। হাসপাতালের চিকিৎসক, এম্বুলেন্স ও যন্ত্রপাতি সংকট সহ নানা বিষয়ে আলোচনা করেন।
ব্যবস্থাপনা কমিটির এ সভায় সিভিল সার্জন ডাক্তার নির্মলেন্দু রায়, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রমজান আলী সহ হাসপাতাল কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন