মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজ
শাম্মী তুলতুল দুই বাংলার জনপ্রিয় লেখিকা। আজ ৩০ মে তার জন্মদিন, জন্মদিন প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিন সবার জীবনে একটা বিশেষ দিন।অসংখ্য ভক্ত পাঠকদের ভালোবাসায় শিক্ত হয়েছি।আগামীতেও তাদের আরও ভালো বই উপহার দিবো এই আশা ইনশাল্লাহ।সবাই যেন এভাবে দোয়া, আশীর্বাদে রাখেন সব সময় এই চাওয়া।
সেই ছোট থেকে হাটি হাটি পা পা করে নিজ লেখনী দিয়ে জয় করেছেন দেশ ও দেশের বাইরের মানুষের ভালোবাসা। দাপিয়ে লিখছেন দেশের শীর্ষস্থানীয় পত্রিকা এবং বিদেশের প্রথম সারির পত্রিকায়গুলোতে।
বর্তমানে বেস্ট সেলার লেখক তিনি। বই প্রকাশিত হয়েছে ১৬ টি। ২০২২ কলকাতা বই মেলায় তার প্রকাশিত হয়েছে “নরকে আলিঙ্গন” গল্পের বই। বইটি বেশ সারা ফেলেছে কলকাতায়।
মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা , বাল্যবিবাহের ওপর লিখিত উপন্যাস পদ্মবু, ঐতিহাসিক বই একজন কুদ্দুস ও কবি নজরুল, এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি ও শিশুকিশোরদের বই, চাঁদে বেড়ানোর পাসপোর্ট , দৈত্য হবে রাজা। কচ্ছপ রাজার রাজপ্রাসাদ, পিঁপড়ে ও হাতির যুদ্ধ, গণিত মামার চামচ রহস্য, নান্টু ঝান্টুর বক্স রহস্য, ভূত যখন বিজ্ঞানী , দেহটা তার যুদ্ধক্ষেত্র, তালরাজার তালকাহিনী, টুনটুনির পাখিস্কুল এসব বই যথেষ্ট পাঠক প্রিয়তা অর্জন করে।
চট্টগ্রামের মেয়ে তুলতুল অর্জন করেছেন অনেক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার।
তিনি একাধারে লেখক, উপন্যাসিক,গল্পকার, আবৃত্তি শিল্পী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠক, নজরুল অনুরাগী, দাবা খেলোয়াড়।
উল্লেখ্য যে একটি সাহিত্য, সাংস্কৃতিক, রাজনৈতিক, মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে শাম্মী তুলতুলের জন্ম।তাই লেখালেখি তার রক্তে, মুক্তিযুদ্ধ তার চেতনায়।