বিশেষ প্রতিবেদকঃ
আজ রবিবার পুলিশ লাইন কুড়িগ্রাম মাঠে অনুষ্ঠিত মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে
কুচকাওয়াজের অভিবাদন গ্রহন করেন মোহাম্মদ মহিবুল ইসলাম খান, পুলিশ সুপার , কুড়িগ্রাম। পুলিশ সুপার কুড়িগ্রামের প্রচেষ্টায় মাননীয় আইজিপি মহোদয় জেলা পুলিশের অনুকূলে ৬ টি ব্রান্ড নিউ ডাবল কেবিন পিকআপ প্রদান করেন যার চাবি হস্তান্তর করা হয় উলিপুর, নাগেশ্বরী, সদর সার্কেলের দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার গন এবং অফিসার ইনচার্জ রাজারহাট, চিলমারী ও রাজীবপুর বরাবর।
মাস্টার প্যারেড শেষে জেলা পুলিশ লাইনে মাসিক কল্যানসভা এবং পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় গত নভেম্বর মাসে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত করা হয় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, ওসি সদর থানা, টিআই ট্রাফিক শাখা, এসআই আমিনুল ইসলাম, সদর থানা ও এসআই জিয়াউর রহমান, রৌমারী থানাগনকে।