পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলার সদর ৩নং তেতুলিয়া ইউনিয়নের সরকারী পাড়া মৌজার খতিয়ান নং ২২৭আর এস /ডিপি ৩৪০নং খতিয়ান ভুক্ত এস এ ১৪৪নং দাগে ৫৮শতকএসএ ১৪৫ নং১৪৫দাগে ১৩শতক মোট ৭১
শতাংশ জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার ১৬ জুন তেতুলিয়ায় ইউনিয়নের রনচন্ডি
গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ আদালতের নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে বিবাদীদের নির্দেশ দেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

জানাযায়, উপজেলার তেতুলিয়ায় ইউনিয়নের রনচন্ডি গ্রামের পিতা মৃত ফেসুক শেখ ছেলে মো; জিন্নত আলী
বাদি হয়ে বিজ্ঞ অতিরিক্ত পঞ্চগড় জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে তেতুলিয়ায় রনচন্ডি গ্রামের মো: ইদ্রিস আলীরছেলে মো; রজব আলী (৪০)সোহবার আলীর ছেলে (৪০)মুকুল( ৪০)শহিদুল (৩৫)রহিম (৩০) হালিমা (৫০)ও রজ্জুব আলীর ছেলে
মো; আরিফ(২৭)মুকুলের ছেলে মো;আল আমিন (২৫)
মোহাম্মাদ আলীর ছেলে ইদ্রিস আলী(৩১) মো; রুবেল (২৯)মো; রুহুল (৪১) শহিদুলের স্ত্রী মোছা;আছিয়া(২৯) রহিমে স্ত্রী নুরী (৩২) রজ্জবের স্ত্রী আয়শা( ৪০)রুবেলের স্ত্রী
মোছা কাজলী(৩৪) ইদ্রিসের স্ত্রী মোছা মর্জিনা( ৩১)মুকুল স্ত্রী মোছা; জোসনা(৩২) বাবুয়ানি জোত গ্রামের আইনুল হকের
ছেলে মো: দেলোয়ার (৪১) রনচন্ডি কে বিবাদী করে একটি পিটিশন মামলা দায়ের করেন। যাহান নং-২২৬/২৩ইং। সেখানে উল্লেখ্য করেন জিন্নত আলী পৈত্রিক ওয়ারিশ ও খরিদ সুত্রে মালিক হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন।

বর্তমানে অসুস্থ থাকার সুযোগে বিবাদীরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জিন্নত আলীরপ্রায় ৭১শতাংশ জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করে দখলে নেওয়ার পায়তার করেছে এবং বিভিন্ন ভাবে হুমিক দিচ্ছেন। এমন অভিযোগে অতিরিক্ত পঞ্চগড় জেলা ম্যাজিষ্ট্রেট আদালত ১৪৫ধারায় বিবাদীকে সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখতে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু অমান্য করে জোরপূর্বক জমিতে ঘর নির্মাণ করে দখলেরর চেষ্টা করছে।

আদালতের নির্দেশ পেয়ে তেতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ রাখতে বিবাদীদের নির্দেশ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসলে বিবাদীরা ভাড়াটিয়া লোকজন নিয়ে বাদির বাড়ি ঘরে হামলা ও ভাংচুর করেন। এ ঘটনায় জিন্নত আলী বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলার বাদি মো; জিন্নত আলী বলেন, আদালতের নিশেধজ্ঞা থাকার পরের আমাদের জমিতে বিবাদীরা ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক ঘর নির্মাণ করছেন। পুলিশ বিবাদীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে চলে আসলে বিবাদীরা লোকজন নিয়ে আবারও আমাদের বাড়িঘরে হামলা ও ভাংচুর করে। বর্তমানে আমাদের পরিবারের সকল সদস্য নিরাপত্তা হিনতায় ভুকছি। অভিযুক্ত রজ্জুব আলী বলেন, আমাদের জমিতেই ঘর নির্মাণ করেছি। তাদের অভিযোগ সম্পূন্ন মিথ্যা।
তেতুলিয়া থানার এস আই মানিক বলেন, আদালতে আদেশ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনা প্রতিবেদন আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *