ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
‘দুর্যোগ ঝুঁকি-হ্রাস সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে আলোচনা, আন্তর্জাতিক গণভবন থেকে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ সরাসরি সম্প্রচার ও উপজেলায় ১০ হাজার তাল বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, প্রেস ক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া প্রমুখ।