মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দূর্যোগে আগাম সর্তকবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ র্যালী, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউএনও (ভারপ্রাপ্ত) মারুফ হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন এনামুল হাসান, খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মমতাজ ইসলাম ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।