ঢাকা সংবাদদাতাঃ
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন বৃহত্তর খুলনা সমিতির সদ্য বিদায়ী সভাপতি, ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান পিপিএম, বিপিএম, বৃহত্তর খুলনা সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আলহাজ্ব শেখ আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক লায়ন মো. আবু জাফর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাহেদ হোসেন সালাউদ্দিন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা সমিতির আজীবন সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা ও মোড়লগঞ্জ উপজেলা সমিতির নেতা ড. মনিরুজ্জামান মনিরসহ বৃহত্তর খুলনা সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।