স্টাফ রিপোর্টারঃ
ভুরুঙ্গামারীর আন্ধারীঝাড়ে ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৬টার সময় উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে আলহাজ মাহমুদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ভুরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারী মোঃ ওয়াহেদুজ্জামান সরকার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি ভুরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক মোঃ আমজাদ হোসেন মাষ্টার। আন্ধারীঝাড় ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ জাবেদ মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির নেতা ও সোনাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ বাবুল আক্তার,ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফর রহমান,উপজেলা জাতীয় যুব সংহতির সেক্রেটারী মোঃ রাশেদুর রহমান মুন।
দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে দেশ-জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।