স্টাফ রিপোর্টারঃ
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই ব্রতকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় বণিক সমিতির সকল সদস্যরা সম্পুর্ন নিজস্ব অর্থায়নে প্রায় ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে। গত মঙ্গলবার সমিতির কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন সরকার ও সাধারণ সম্পাদক শফিউল ইসলাম প্রামানিক । তারা জানান,আন্ধারীঝাড় বণিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই শুধু ব্যবসায়ীক কল্যাণে নয় বিভিন্ন সামাজিক উন্নয়ন সহ দরিদ্র মানুষের কল্যাণে অত্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। দুধকুমর নদের করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নটির প্রায় অর্ধেক মানুষ দরিদ্র সীমার নীচে বসবাস করে আসছে।এই মাঘ মাসেও তাদের অনেকের কাছে পৌছেনি কোন শীতবস্ত্র। শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে আমাদের সমিতির নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকার দরিদ্র,অসহায় ২ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। দেশের বিত্তবানরা যদি সরকারী সাহায্যের পাশাপাশি এভাবে সাহায্যের হাত বাড়ান তাহলে শীতার্ত মানুষেরা আর শীতে কষ্ট পাবে না। প্রত্যেকের সামর্থ অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। কম্বল বিতরণকালে সমিতির সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
।