কলমে মোল্লা হারুন উর রশীদ
ওহে নির্বোধ আপন মানুষ
তোমরা মানুষ হও!
আমি মানুষ
তুমিও মানুষ।
তবে কেনো এত ব্যবধান।
কবে হবে তোমাদের
অপকর্মের সমাধান।
ভালো মানুষের হৃদয়ে
কেনো মারছো কামান।
আপন কিংবা প্রিয়জন
স্বার্থের ব্যবধানে হচ্ছে
সকলেই বিভাজন!
পৃথিবীতে সবাই আপন
তবে কেনো হয় হৃদয়ে খঞ্জন!
প্রিয় প্রিয়া সখা সখি মা বাবা কিংবা স্বজন।
অন্ধ হৃদয় বুঝেনা
প্রিয়জনের ভালবাসার জন্য
হৃদয়টা বিভাজন হয় যখন তখন!
তবুও মোরা ভালোবেসে যাই
সবাই কে ভেবে থাকি আপন!
জেনো রাখো, আপন মানুষ
মোর নিজের হৃদয়ে
কষ্টের ঘর্ষনে, কষ্ট হয়ে
হৃদয়ে ধরে কম্পন!