এস বি সুজন,লালমনিরহাট : লালমনিরহাটে আবারও তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় তৃতীয় দফায় বন্যার আশঙ্কায় রয়েছে তিস্তা পাড়ের মানুষ। গত ২২জুলাই ভোর ৬টায় জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানি তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৫সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। তবে সকালে পানি কিছুটা কমলেও বিকাল থেকে বিপদসীমার ৮সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এব্যাপারে, লমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘ভারি বৃষ্টি ও উজানে ভারত থেকে আসা পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। উজানের পানি আসা অব্যাহত থাকলে তিস্তা নদীর পানি আরও বাড়তে পারে। এতে আবারও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে।’ এদিকে তিস্তায় পানি বেড়ে যাওয়ায় দুই পাড়ের আবারও বন্যার আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েছেন তিস্তাপাড়ের লাখো মানুষ। জুন মাসে প্রথম দফা বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই জুলাইয়ে দ্বিতীয় দফা বন্যার মুখে পড়েন তারা। আর দ্বিতীয় দফা বন্যার ধকল এখনো কাটিয়ে না উঠতেই তৃতীয় দফা বন্যার আশঙ্কা তাদেরকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। তিস্তা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় চরের অনেক মানুষ মঙ্গলবার সকাল থেকে আবারও বাড়ি-ঘর ছেড়ে নিরাপদে ছুটতে শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *