কলকাতা প্রতিনিধি

ভারতের কলকাতার অন্যতম আবৃত্তির স্কুল “আবৃত্তি আলোক” এর “রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন” অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ২ রা জুন ২০২৪ ।
কথায়, কবিতায়, গানে, নৃত্যে সোনারপুর “আবৃত্তি আলোক”র ছাত্র ছাত্রী ও অভিভাবকবৃন্দ ,
রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন করলো প্রাণবন্ত এক অনুষ্ঠানের মাধ্যমে।
অনুষ্ঠানে “আবৃত্তি আলোক” এর কর্ণধার এবং আন্তর্জতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট বাচিক শিল্পী গুরু মাতা মৌ পাঠক সিংহ মহাশয়া প্রথমে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর , এবং মানবতার কবি কাজী নজরুল ইসলামের গলায় মাল্য দানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তার পর একে একে সকল ছাত্র ছাত্রীরা দুই কবির পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে । তারা তাদের গুরুমাতা মৌ পাঠক সিংহ কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেয় ।
উদ্বোধনী সঙ্গীত, আবৃত্তি, কবিতা কোলাজ, গান , নাচ এবং কথা মালায় গাঁথা হয় পুরো অনুষ্ঠান টি।
সকল ছাত্র ছাত্রী বা শিল্পীদের পরিবেশনা ছিলো উল্ল্যেখযোগ্য। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন অদিতি পাঠক , সমন্বিতা রায় , আবৃত্তি শিকারী, সতীর্থ শিকারী, আনন্দী প্রামানিক, পৃথা মণ্ডল, ঈশানি ভাওয়াল, অন্নপূর্ণা ভাওয়াল, কৃষ্ণা গায়েন, নম্রতা মারিক, পারিজাত নস্কর, দিকসায়ন হালদার, সুহানা আলী, মিমি ব্যানার্জী পন্ডা, সুদীপা সামন্ত, শুক্লা রায়, পুস্পম রায়, অর্কপ্রভো মিস্ত্রি, উপাসনা গুহ, মৌমি সা৺ফুই , অস্মিতা দাস , আয়ুশ মণ্ডল, চন্দ্রা নস্কর, প্রিয়াঙ্গী চ্যাটার্জী, রিমি মন্ডল, অদ্বিতীয়া মন্ডল , সায়ন্তনী ব্যানার্জী, পল্লব নস্কর এবং আরো অনেকে ।
সঙ্গীতে, নৃত্যে অসাধারন পরিবেশনা ছিলো শিল্পীদের।
আন্তরিকতা ও শ্রদ্ধায় ভরা ” রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন” অনুষ্ঠান সত্যিই প্রশংসার দাবি রাখে।
সবশেষে গুরুমাতা মৌ পাঠক সিংহের কন্ঠে কবি কে শ্রদ্ধা জনিয়ে আবৃত্তি অনুষ্ঠানটিকে পূর্ণতা এনে দেয

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *