কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভাকে কেন্দ করে স্থানীয় আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার (২৮ অক্টােবর) সকাল ১১টায় উপজেলা অডিটরিয়াম হলে বর্ধিত সভা শুরু হওয়ার পূর্বে আমন্তন পত্র না পাওয়ায় এক গ্রুপের হামলায় অপর গ্রুপের নেতা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিমাই কুমার সিংহ আহত হন। এ নিয়ে সভাস্থে চরম উত্তেজনা বিরাজ করে। বর্তমান আইন শিংখলা রক্ষার্থে সেখান প্রচুর পুলিশ মােতায়েন করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সূত্র জানা গেছে, দীর্ঘ ৩ বছর পর জেলা নেতবৃন্দের উপস্থিতিতে বৃহস্পতিবার অডিটরিয়াম হলরুমে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে সকাল ১১টায় সভা শুরুর পূর্ব উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্যসহ অনেকে বর্ধিত সভার আমন্ত্রনপত্র না পাওয়ার জেরকে কেন্দ্র করে সভাস্থলে বাহিরে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিমাই কুমার সিংহর উপর হামলার ঘটনা ঘটে। এ নিয়ে সভাস্থলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সভা চলাকালীন বিভিন্ন ভাবে এক গ্রুপে অপর গ্রুপকে আক্রমন করে বক্তব্য প্রদান করেন। এ সময় জেলা নেত্ববৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। আইন শৃংখলা রক্ষার্থে সভাস্থলে ব্যাপক পুলিশ মােতায়ন করা হয়। এ রিপাের্ট লেখা পর্যন্ত সভা চলছিলো।
আওয়ামীলীগের একটি সূত্র নিশ্চিত করেছে, স্থানীয় এমপি অধ্যাপক এম এ মতিন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ গােলাম হােসেন মটুর মধ্যে দীর্ঘদিন থেকে বিভিন্ন ইস্যুতে বিরােধ চলে আসছে। দপ্তর সম্পাদক উপজেলা চেয়ারম্যান গ্রুপের লােক বলে পরিচিত। এ কারনে তার উপর হামলা হয়ে থাকতে পারে। ..
এ প্রসঙ্গে হামলায় আহত উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নিমাই কুমার সিংহ জানান, বর্ধিত সভার আমন্ত্রনপত্র বিলি করার দায়িত্ব আমার না। এটি মূলত সাধারণ সম্পাদক করে থাকন। তারা ন্যাক্কারজনক ভাবে আমার উপর হামলা করেছে।
উপজেলা আওয়ামীলীগর ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন সরকারর সভাপতি ও সাধারণ সম্পাদক গােলাম হাসন মটুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহম্মদ মঞ্জু, প্রাথমিক ও গণশিক্ষা ম্ত্রনালয়র প্রতিমন্ত্রী জাকির হােসেন এমপি, কুড়িগ্রাম-৩ আসনের সদস্য অধ্যাপক এমএ মতিন। এছাড়া সভায় আরও উপস্থিত আছেন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেত্ববৃন্দ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবীর জানান, বর্তমান বর্ধিত সভা চলমান রয়েছে। আইন শিংখলা পরিস্থিতি শান্ত রয়েছে।