মারুফ সরকার
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে । একটি রাজনৈতিক দল এ ষড়যন্ত্র করছে । দপ্তর সম্পাদক মারুফ সরকারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য পাওয়া যায় ।
জানানো হয় , একটি রাজনৈতিক দল বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সুফল পাওয়ার জন্য তাদের সাথে যোগ দিতে বলে ।যদি যোগ না দেয়া হয় তাহলে মামলা করবে বলে একটি সূত্রের থেকে জানা যায়। কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমীন ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিনের বিরুদ্ধে এ ষড়যন্ত্র করেন । আর এ ষড়যন্ত্রের ব্যাপারে বিস্তারিত আগামী কিছুদিনের মধ্যে জানানো হবে । আমরা সব সময় একটি কথায় বলি আমাদের এই সংগ্রাম অসহায় ভূমিহীনদের জন্য ।
এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমীন বলেন, কিছু মানুষ আমাদের এই সাফল্য সহ্য করতে না পেরে এই ধরনের কথা বলছে । আমরা সবকিছুর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহন করবো । আর আমাদের যারা সদস্য আছেন তাদের আমি একটি কথাই বলবো আপনারা সবাই এক হয়ে কাজ করবেন ।
সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন জানান, সত্য ও ন্যায়ের পথে থাকলে কিছুটা বাঁধা আসবে । আমরা সেই বাঁধা অতিক্রম করে আপনাদের সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবো । আর একটি রাজনৈতিক দল পিছন থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে । আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে জবাব দেবো ।