কবি-প্রবীর রায়
বহুদিন পরে মনে পড়ে সেই
আমার ছেলেবেলা
হাসি খুশিতে মনের আনন্দে
খেলেছি নানান খেলা।
কত সুখস্মৃতি জড়িয়ে আছে
মনে পড়ে ক্ষণে ক্ষণে
সেই ছোটবেলায় ফিরে যেতে
সাধ জাগে তাই মনে।
ঝড়ের দিনে আম কুড়িয়েছি
মাঘের শেষে কুল
মায়ের বকুনি যদিও খেয়েছি
হয়না খুশির তুল।
পাড়ার যত সব বন্ধুরা মিলে
খেলেছি লুকোচুরি
পুতুল খেলা খেলেছি আনন্দে
সাজিয়ে স্বপ্নপুরী।
জীবনটা এখন যদিও সুন্দর
পেয়েছি সব কিছু
মধুমাখা সেই সোনালী দিনগুলি
হাতছানি দেয় পিছু।।