কবি -আবু সাইফা
আমি দেখেছি —–
দেখেছি সকাল থেকে রাতের আঁধার
রাত থেকে ভোর,
শৈশব থেকে বার্ধক্যে নুয়ে পড়া
নওল কিশোর কিশোরীর উরজ
শ্রোণি শুকিয়ে পড়ে গেছে চর
স্রোতহীন মৃতপ্রায় নদীটির মতো
কিণাঙ্ক বলীরেখা শুধু,
যেন পেছনে ছেড়ে আসা
না পাওয়ার মরুভূমি ধূধূ।।
অথচ কিছুকাল আগেও দুকূল ছাপিয়ে
উচ্ছল প্রেমের স্রোত বয়ে গেছে
এই দেহ বেয়ে,
এখন জৈষ্ঠ্যের ভাটা যেখানে।
এখানে এটাই অমোঘ কালে
নিয়মে লেখা —
সব বাঁধ ঢিলে হয়ে যাবে।
হবে না তো দেখা —
চলে গেছে যে তার সাথে।
সকলেই জানে অবেলাতে
হারাবার বেদনা
কতো যে অমূল্য পাওয়া,
কতো যে মধুর লাগে
পেছনের পথপানে চাওয়া।।