মো: নাজমুল হুদা মানিক ॥
শীতের শুরুতেই সমাজের নির্বিত পল্লীতে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছে আনোয়ারা করিম সমাজ কল্যান সংস্থা। ময়মনসিংহ জেলা ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে অর্ধশত প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও লেপ বিতরন করা হয়েছে। ৫ ডিসেম্বর দুপুর ১২টায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নে আনোয়ারা করিম সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ ও লেপ বিতরণ করা হয়। আনোয়ারা করিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক কাব্য সুমি সরকার এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা প্রদীপ ভৌমিক, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক নেতা আতাউল করিম খোকন, আনোয়ারা করিম সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাব্য সুমি সরকার, লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজ সেক্রেটারি ও আনোয়ারা করিম সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম এনামুল, আনোয়ারা করিম সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা রিপন গোয়ালা অভি, সাধারণ সম্পাদক সৌরভ দত্ত দিপু, হেল্পপ্লাস ফাউন্ডেশন ময়মনসিংহের সভাপতি অলক সরকার, প্রাবন্ধিক মাহমুদ বাবু, সাংবাদিক নাজমুল হুদা মানিক, কবি জামান শাহ প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় অর্ধশত প্রতিবন্ধীকে নগদ অর্থ ও লেপ বিতরণ করা হয়।