মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
আনিসুর রহমান মিলন এবং ইয়ামিন হক ববি জুটি বেঁধে সিনেমায় অভিনয় করেছেন। এবার তারা ওয়েব ফিল্মে একসঙ্গে কাজ করতে যাচ্ছেন। তাদের সঙ্গে রয়েছেন সাঞ্জু জন। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘আলপিন’ শিরোনামের ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন আল হাজেন। এর গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন মিজানুর রহমান বেলাল।
আল হাজেন বলেন, ‘ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। যেহেতু ওয়েব ফিল্ম, সে কারণে দর্শকের কথা মাথায় রেখেই আমরা এটি নির্মাণ করতে যাচ্ছি। আশা করি ভালো লাগবে।’
আনিসুর রহমান মিলন বলেন, ‘পুলিশের চরিত্রে অভিনয় করছি। এর আগেও পুলিশের চরিত্রে অভিনয় করেছি তবে এই গল্পে ভিন্নতা আছে। দিনশেষে সবই তো আসলে ভালো গল্প চায়। সেই গল্পের ছোঁয়া ফিল্মটিতে থাকবে। বেঙ্গল মাল্টিমিডিয়ার নতুন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
চিত্রনায়িকা ববি বলেন, ‘বছরের শুরুতেই এমন একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
চিত্রনায়ক সাঞ্জু জন বলেন, ‘দর্শক এখন ভালোমানের গল্প দেখতে চান, এখানে সেই স্বাদ পাবেন। এটুকু বলতে পারি, দর্শক হতাশ হবেন না। খুব শিগগিরই ঢাকার বিভিন্ন মনোরম পরিবেশে ওয়েব ফিল্মটির দৃশ্যধারণ শুরু হবে।’