ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় সদর থানার ওসি আলমগীর জাহানের কাছে এ অভিযোগটি দায়ের করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে কুরুচিপূর্ণ অশালীন ও মানহানিকর বক্তব্য দেন। যা পরে বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়। এতে তিনি (জহুরুল ইসলাম) প্রধামন্ত্রীর একজন কর্মী হিসেবে মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রীর নামে এমন বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান সম্মান দেশ-বিদেশ ও আন্তর্জাতিক মহলে চরমভাবে অসম্মানিত, মানহানিকর ও হেও প্রতিপন্ন হয়েছে। এছাড়া এমন কুৎসামূলক বক্তব্যে বাংলাদেশ রাষ্ট্র ও দল হিসেবে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তাই বাদী হয়ে জয়পুরহাট সদর থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম এই অভিযোগ দায়ের করেন।

এ বিষয় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ আলমগীর জাহান জানান, জয়পুরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম একটি অভিযোগ দিয়েছেন। সেটিকে এখনও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। এমন বক্তব্যের কোনো লিংক এখনও পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সাথে যাচাই বাছাই ও তদন্ত চলছে। তদন্ত শেষে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *