ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ মার্চ ভূরুঙ্গামারী ফাজিল মাদ্রাসা মাঠে সারাদিন ব্যাপী এই আয়োজনে কেরাত, হামদ-নাত, ইসলামী সংগীত সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আল হেরা ইসলামী একাডেমির ছাত্র-ছাত্রী অবিভাবক ও সূধীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব আলতাফ হোসেন। অন্যান্যদের মাঝে ভূরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক ও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মাহবুবুল আলম, ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক, হাফিজুর রহমান, ফাযিল মাদ্রাসার প্রভাষক আলমগীর হোসেন, অভিভাবক সদস্য ও সোনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমান শাহিন, ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, মাওলানা জুবায়ের হোসেন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা শরিফ উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।