মারুফ সরকার ,বিনোদন প্রতিনিধি :
আগামী ২৩ এপ্রিল মুক্তি পাবে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সোহাগ এবং তাসনীম মীমের দ্বৈত গান ‘চুমু’। গানটি মিউজিক ভিডিও আকারে মুক্তি পাবে ‘নগর বাংলা’ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
প্রথমবারের মতো গানটিতে জুটি বেঁধে কাজ করছেন লাল শাড়ি খ্যাত শিল্পী সোহাগ এবং বেসামাল কন্যা খ্যাত শিল্পী তাসনীম মীম। এপ্রিলের প্রথমদিকে শেষ হয় গানটির রেকর্ডিং। ১৩ এপ্রিল গানটির শুটিং শেষ হয়। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত আয়োজন করেছেন সোহাগ। গানটি লিখেছেন আনমাস শিপন।মিউজিক ভিডিও ডিরেক্টর হিসাবে কাজ করেছেন আনিসুর রহমান এবং সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করেছেম ফয়েজ আহমেদ।
গানটি নিয়ে জানতে চাইলে সোহাগ বলেন- ‘চুমু গানটি নিয়ে আমরা বেশ আশাবাদী। একটু ভিন্নরকম গান করার চেষ্টা করেছি এবার। শ্রোতাদের ভালোবাসা সবসময় পেয়েছি। আশা করছি এবারও পাশে পাবো।’
তাসনীম মীম বলেন- ‘গানটি একটু ভিন্নধারার গান। আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি আবারও শ্রোতাদের ভালোবাসা অর্জন করতে পারবো। আর সোহাগ ভাইয়ের মতে গুণী মানুষের সাথে কাজ করতে পেরে ধন্য মনে করছি। সবার দোয়া থাকলে ভালো কিছু হবে ইনশাআল্লাহ্।’