আনিছুর রহমান আনাছ
রাজারহাট(কুড়িগ্রাম)প্রতিনিধিঃরাজারহাট উপজেলার চাকিরপশার ইউপি নির্বাচন ঘিরে তরুণ প্রার্থীদের তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে চলছে নির্বাচনী প্রচার -প্রচারণা।
নানা উপায়ে ভোটারের মন জয় করার চেষ্টা করেই চলছেন প্রার্থীরা।সরেজমিনে গিয়ে জানা যায়,এবারের চাকিরপশার ইউপি নির্বাচনে ভোটাররাও ঝুকছেন তরুণ প্রার্থীদের দিকে।ইতিমধ্যে বেশ কৌতুহলী হয়ে উঠেছেন ভোটাররা।
চাকিরপশার ইউপি নির্বাচনে এবারে ১০ জন প্রার্থীর ভোট যুদ্ধে অংশ গ্রহণের বিষয়ে সুনিশ্চিত হওয়া গেছে।
তবে আলোচনার শীর্ষে আছেন গত নির্বাচনে পরাজিত প্রার্থী কুড়িগ্রাম জেলা জর্জ কোর্টের আইনজীবী শফিকুল ইসলাম এবং কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য ও রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুস সালাম।চাকিরপশার একাধিক ভোটার খোলামেলা ভাবে বলেন যে,গুঞ্জন শুনছি ছোট সালাম নির্বাচনে দাড়াবে যদি তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তবে জিততে হলে কঠিন লড়াই করতে হবে এডভোকেট শফিকুল ইসলামের সাথে।
চাকিরপশার ইউনিয়নের ডাক্তার টারীর আব্দুল কুদ্দুস বলেন এবারের নির্বাচনে দুজনের মধ্যে লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে, ছোট সালাম ও এডভোকেট শফিকুল ইসলামের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে তবে সুনিশ্চিত বলা মুশকিল দুজনের মধ্যে কে চেয়ারম্যান নির্বাচিত হবেন।চকরা টারীর চা বিক্রেতা মঞ্জুয়ারা বলেন এবারের নির্বাচনে তো অনেক ভালো ভালো মুখ দেখতেছি তাই আগাম কিছু বলা যাবে না,ভোট আসুক দেখে শুনে সিদ্ধান্ত নিবো।সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এডভোকেট শফিকুল ইসলাম বলেন আমি কোন বিশেষ দলের হয়ে নয় বরং গনমানুষের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি।জনগনের রায়ে বলে দেবে কে চাকিরপশার জনগনের প্রতিনিধিত্ব করবে।জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম বলেন,মানুষের সেবা করাই আমার ধর্ম।আমি জেলা পরিষদের মাধ্যমে ইতিমধ্যে চাকিরপশার ইউনিয়নে প্রায় ৫০/৬০ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজ মসজিদ,মন্দির,রাস্তাঘাট ব্রিজ কালভার্টের নির্মাণ কাজ করেছি।এছাড়াও ডাক বাংলোতে দুইকোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের কাজ চলমান আছে।
করোনা কালীন এই সংকট মহুর্তে চাকিরপশার মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রায় এক লক্ষ টাকার হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক ও সাবান ঈদের আগে ১০০০জনের মাঝে বিতরণ করা হবে।অপর দিকে বর্তমান চেয়ারম্যান আবুল কালাম সাংবাদিক কে জানান,আসন্ন নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে আছে তবে পরিস্থিতি দেখে বুঝে চুড়ান্ত সিদ্ধান্ত নিবো।রাজারহাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক বর্তমান চাকিরপশার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (একাংশ)আবু বকর সিদ্দিক নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের কথা জানান।তিনি বলেন দলের দুঃসময়ে অনেক নির্যাতন হামলা মামলার স্বীকার হয়েছি দল আমাকে সেই প্রতিদান অবশ্যই দিবেন।রাজারহাট উপজেলার সর্ব মহলে আলোচিত নাম রাজারহাট উপজেলার প্রাচীনতম ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক বিখ্যাত পরিবার মীর পরিবার এই পরিবারের পূর্ণ সমর্থন নিয়ে এবারের চাকিরপশার ইউপি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন জাকারিয়া খান বিটন।তিনি সাংবাদিক কে জানান মীর পরিবার এই অঞ্চলের মানুষের কাছে অনেক পূজনীয় একটি পরিবার আমি সেই পরিবারের সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করলে আমার বিশ্বাস আমি চেয়ারম্যান নির্বাচিত হবো।
আর তাছাড়া রাজারহাটের একমাত্র জমিদার পরিবার সোহরাওয়ার্দী পরিবারের সমর্থনও আশা করি পাবো।রাজারহাট উপজেলার আরেক সমভ্রান্ত ব্যাপারী পরিবার যেই পরিবার টি এই অঞ্চলের মানুষের সুখে দুখে সব সময়ে মানুষের পাশে থেকে এসেছে সেই ব্যাপারী পরিবারের সুযোগ্য সৎ মেধাবী ও সুশিক্ষিত সন্তান ব্যাপারী বংশের যোগ্য উত্তরসূরী তোহিদ রহমান ব্যাপারী ইতিমধ্যে চাকিরপশার ইউপি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।তার এই ঘোষণায় অনেক হেভিওয়েট প্রার্থীও বিপাকে পড়েছেন।তৌদিহ রহমান ব্যাপারী সব সময়ে সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগীতা করে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সর্ব মহলে প্রশংসিত।তৌহিদ ব্যাপারী জানান,নির্বাচন এটা আমার পরিবারের ঐতিহ্য।নির্বাচন করছি এটা ফাইনাল।মুখে নয় মাঠে দেখতে চাই জনগন কাকে বেচে নেন।
রাজারহাটের জাতীয় পার্টির তরুণ দাপুটে নেতা রতন সরকার লিটন পুনরায় নির্বাচনে অংশগ্রহণের কথা জানান এবং সাংবাদিক কে বলেন ইতিমধ্যে কুড়িগ্রাম দুই আসনের এমপি মহাদয়ে মাধ্যমে চাকিরপশার ইউনিয়নের বিভিন্ন মসজিদ,মন্দির,শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা,কবর স্থান,রাস্তাঘাট ইত্যাদি উন্নয়নমুলক কর্মকান্ড করেছি,এছাড়াও এমপি মহাদয়ের বিশেষ বরাদ্দ থেকে স্টিক সোলার লাইট,সোলার বিদ্যুৎ,কৃষি উপকরণ ইউনিয়নবাসীর মাঝে বিতারন করি।আমি গত নির্বাচনেও লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করি,এবারও লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচন করছি আশা করি চাকিরপশার সাধারণ মানুষ এবার ভুল করবে না।সঠিক জায়গায় ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করবেন।জাতীয় পার্টির আরেক নেতা আব্দুল ওয়াহেদ লাঙ্গল প্রতিক নিয়ে চাকিরপশার ইউপি নির্বাচনে অংশ গ্রহণের কথা নিশ্চিত হওয়া গেছে।
গোলজার হোসেন মাস্টার সোনালুর কুটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নাজমুল হুদা সুমনের বাবা নৌকা প্রতিক প্রত্যাশা করে নির্বাচনে অংশগ্রহণের কথা জানান।তিনি বলেন চাকিরপশার ইউনিয়ন একটি পশ্চাৎপদ ইউনিয়ন,এই ইউনিয়নের আধুনিকায়নের প্রয়োজন।দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে নৌকা প্রতিক কে বিজয়ী করে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবো।
রাজারহাট উপজেলার একটি আলোচিত নাম আল মিজান মোঃমকবুল হোসেন যে মানুষ টি খুবই সাদামাটা ও স্বাধীনচেতা।তার জবাব একটাই চাকিরপশার ইউপি নির্বাচনে গতবারও অংশ গ্রহণ করেছিলাম,এবারও করবো এবং ভবিষ্যতেও করবো।