এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কর্মীবান্ধব নেতা জামালপুর জেলা আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর কর্মী-সমর্থকরা প্রচারণা অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে পৌর এলাকার সর্বস্তরের শ্রমিকদের ব্যানারে শহরের পিটিআই মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি এলাকায় গিয়ে শেষ হয়। প্রচারণা মিছিলে অংশ গ্রহণকারীরা আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে ছানোয়ার হোসেন ছানুকে পৌরপিতা ও নৌকার মাঝি হিসেবে দেখতে চাই, যোগ্য প্রার্থী ছানু ভাই, পৌর মেয়র হিসেবে তাকেই চাইসহ নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।

জানাগেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশে কয়েকটি ধাপে বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন নির্বাচনকে ঘিরে জামালপুরে আওয়ামী লীগের প্রায় দেড় ডজন নেতাসহ বিএনপিরও কয়েকজন নেতা পৌর মেয়র পদপ্রার্থী হয়েছেন। নৌকা প্রতীক প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানুও যোগ্য প্রার্থী হিসেবে ডিজিটাল পৌরসভা গড়ার প্রত্যয়ে পৌরবাসীর দোয়া সমর্থন প্রত্যাশী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন