এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছানোয়ার হোসেন ছানুর পক্ষে সর্বস্তরের অটোরিক্সা শ্রমিকরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিশাল শোভাযাত্রা করেছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার কম্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে এক বিশাল অটোরিক্সা শোভাযাত্রা বের করেন অটোরিক্সা শ্রমিকরা।
শোভাযাত্রাটি কম্পপুর থেকে জামালপুর শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ বাইপাস রোড দিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। অটোরিক্সা শোভাযাত্রায় অংশ গ্রহণকারী শ্রমিকরা জামালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ ছানোয়ার হোসেন ছানুকে জামালপুর পৌরসভার পৌরপিতা হিসেবে দেখতে চাই, যোগ্য প্রার্থী ছানু ভাই, পৌর মেয়র হিসেবে তাকেই চাই, শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন, মির্জা আজমের সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিনসহ নানা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে চারপাশ।
জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক সারা দেশে কয়েকটি ধাপে বিভিন্ন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে জামালপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রায় দেড় ডজন নেতা পৌর মেয়র পদপ্রার্থী হয়েছেন। নৌকা প্রতীক প্রত্যাশীদের মধ্যে আওয়ামী লীগ নেতা ছানোয়ার হোসেন ছানু যোগ্য প্রার্থী হিসেবে ডিজিটাল পৌরসভা গড়ার প্রত্যয়ে পৌরবাসীর দোয়া সমর্থন প্রত্যাশী হয়েছেন।