এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
নানা গুঞ্জন আর গুজবের অবসান ঘটিয়ে অবশেষে ৫ম ধাপে জামালপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন মোহাম্মদ ছানোয়ার হোসেন (ছানু)। গতকাল ৩০ জানুয়ারি শনিবার বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর পৌরসভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী (নৌকার মাঝি) হিসেবে মনোনয়ন পান তিনি।
বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার অন্যতম সাংগঠনিক সম্পাদক কর্মীবান্ধব নেতা মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পাওয়ায় পৌরশহর জুরে বইছে আনন্দের বন্যা। আনন্দ মিছিল থেকে শুরু করে বিভিন্ন স্থানে চলছে তারই কর্মী-সমর্থকদের মিষ্টি বিতরণের ধুম। শতশত মোটরসাইকেল ও মোটরগাড়ি নিয়ে শোভাযাত্রা করে তার ভক্ত ও অনুরাগীরা। মিছিলে-মিছিলে স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে জামালপুর পৌরশহরের রাজপথ এবং অলিগলি। মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুকে নৌকার মাঝি হওয়ায় জামালপুরের বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।