ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
আসন্ন পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে,
শনিবার দুপুরে পাঁচবিবির ঐতিহ্যবাহী পাথরঘাটা মাজার প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি স্মার্ট পৌরসভা নির্মাণের স্বপ্নদ্রষ্টা, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে,
প্যানেল মেয়র মোশাঈদ আলামিন সাদ এর সঞ্চালনায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উত্তরবঙ্গের কৃষক নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, ভাষা সৈনিক, মরহুম মীর শহীদ মন্ডলের সুযোগ্য উত্তরসূরি,পাঁচবিবি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, মীর মনিরুল শহীদ মন্ডল মুন্না,
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক, জয়পুরহাট পৌরসভার সুযোগ্য মেয়র মুস্তাফিজুর রহমান মোস্তাক,
পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ও জয়পুরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, আবু সাঈদ আল মাহবুব চন্দন,
প্যানেল মেয়র নুর হোসেন, পাঁচবিবি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, পুরানাপৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, খোরশেদ আলম সৈকত, পাঁচবিবি ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার
, সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের সভাপতি সাধারণ সম্পাদক গন উপস্থিত থেকে সকলে মিলে মনিরুল শহীদ মন্ডলের পক্ষে, আসন্ন উপজেলা নির্বাচন
করার লক্ষ্যে দিক নির্দেশনা দেন,এবং আগামীতে সকল নেতাকর্মীদের সজাগ থেকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।