ফারহানা আক্তার, জয়পুরহাটঃ
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও সদস্যরা তাদের মনোনয়ন পত্র দাখিল করছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে প্রার্থীরা জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল শুরু করেন।
আওয়ামীলীগ মনোনীত জামালপুর ইউপি চেয়ারম্যান পদে হাসানুজ্জামান মিঠু বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা নির্বাচন ও রির্টানিং অফিসার জেবুন্নেছা এর কার্যালয়ে তার মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম সোলায়মান আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ কে এম আজাদ, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক শেখ, সাধারণ সম্পাদক মন্জুরুল আলম মন্জু, জয়পুরহাট পৌর কমিটির ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা,
জয়পুরহাট মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, সহ-সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, যুগ্ম সম্পাদক গোলাপ হোসেনসহ দলীও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা।