ফারহানা আক্তার,, জয়পুরহাট
জয়পুরহাটের কালাইয়ে উদয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা এবং তার ছেলে রকি ও আঃ মতিন কালিয়ার বিরুদ্ধে মোসলেম আলী নামে নিরীহ এক কৃষক ও আওয়ামী কর্মীকে মারপিটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত দশটায় উপজেলার মোসলেমগঞ্জ বাজার দিক থেকে নিজ বাড়িতে ফেরার পথে মান্দায় বটগাছ মোরে পথরোধ করে চৌকিদার দিয়ে পরিষদে নিয়ে বেদড়ক মারপিটের ঘটনা ঘটায়৷ সে গুরুত্বর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মোসলেমকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মোসলেম উপজেলার বহুতি গ্রামের মোঃ আবেদ আলীর ছেলে। তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন তলায় ৫নং বেডে চিকিৎসাধীন রয়েছে৷
কৃষক আওয়ামী কর্মী মোসলেম আলী জানান, আমি আওয়ামীলীগ করি কিন্তু ওয়াজেদের সঙ্গে না থাকায় আমাকে তিনবার মারপিট করেছে। ওয়াজেদের ড্রাইভার সাইফুল কিডনির ব্যবসা করে তার নামে বিভিন্ন আদালতে ৬টি মামলা আছে।
চেয়ারম্যানের হয়ে দল না করাই আমাকে মাদক মামলায় ফাঁসিয়েছে। চেয়ারম্যান ওয়াজেদ তার গুন্ডা বাহিনি দিয়ে আমার বাড়িতেও হামলা করে। আমি বাঁচতে চায় আমি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি৷ আমি থানায় অভিযোগ দিলে আমার পা কেটে নিবে৷ আমি মোসলেমগঞ্জ বাজার দলীয় অফিস থেকে গতকাল মঙ্গলবার রাতে ফেরার সময় ইউপি চেয়ারম্যান ওয়াজেদ ও তাঁর ছেলে রকি মতিন কেরানি সহ আরো কয়েকজন এসে মান্দায় বটগাছ এলাকায় রাত দশটায় পথ রোধ করে পরিষদে নিয়ে একটি রুমের ভেতর চেয়ারম্যান এবং তাঁর ছেলেসহ অন্যরা আমাকে মারপিট করে। পরে থানা পুলিশ গিয়ে আমাকে রক্ষা করে ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জুয়েল জানান মোসলেমের শরীরের কোমরের নীচ এবং ডান হাতের নিচে শারীরিকভাবে অহত হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসাসহ কয়েকটি টেস্ট দিয়েছি রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারব। তিনি এখন সুস্থ আছে৷
উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াজেদ আলী দাদা জানান, ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম না৷ শুনেছি ডিউটিরত গ্রাম পুলিশ মান্দায় বটতলা মোর থেকে পরিষদে নিয়ে আসছে৷ এর বেশি কিছু জানিনা৷
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম মইনুউদ্দিন জানান, আমরা খবর পেয়ে উদয়পুর ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যান ওয়াজেদের উপস্থিতিতে মোসলেম উদ্দিন নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় আমাদের পুলিশ উদ্ধার করে
কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।