ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
“উগ্রবাদ প্রতিরোধে আলেম সমাজের ভূমিকা” শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১ টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ জানায় মোহাম্মদ নুরে আলম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক রিয়াজুল ইসলাম, জয়পুরহাট সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মতিন।
সেমিনারে জয়পুরহাট জেলার মসজিদের ইমাম, মোয়াজ্জেম, খতিব ও মাদ্রাসার শিক্ষকরা অংশ নেয়।
সেমিনার মূল প্রবন্ধ পেশ করেন কাউন্টার টেরিজম ইউনিটের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ।