কবি -রওশন আরা লিলি
যে সময় যাবার তা গিয়েছে চলে
সুখের সাগরে ডুবার স্মৃতি,
উদাস চিত্তে চাহিয়া খুঁজি
চলে গেছ কিছু যাওনি বলে–!
কবে কোন তাঁরা দেখেছিনু
কাঁধে মাথা রেখে নিশুতি রাতে,
যুগ পার হলো, তবু তো হলোনা
ওপারেতে কবে রইবো তোমার সাথে!
তাই চেয়ে থাকি উদাস মনে
দিন রাত বাতায়নে,
চোখের পলকে সুখ সময় পার হয়
দুঃখ যে শুধু জড়িয়ে থাকে জীবনে!
কোন পথে গেলে, নিঃশীম শুন্যতায়
কখনো কি আসো, সমীরণ হয়ে,
খেলা কিগো করো আনমনে
আমার অগোছালো এলো চুল লয়ে –!