শ্যামল কুমার, চিলমারী ( কুড়িগ্রাম) থেকে ঃ
করোনা মহামারীর দীর্ঘ দেড় বছর পর গতকাল স্কুল, কলেজ ও মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে। এতে শিক্ষক/শিক্ষার্থী উভয়েই অত্যন্ত খুশি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভরে উঠেছে প্রাণ চাঞ্চল্যে। মনে হয়েছে নতুন জীবন ফিরে পেয়েছে সংশ্লিষ্টরা। আনন্দঘন পরিবেশে ছাত্র/ছাত্রীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে শিক্ষা প্রাঙ্গণ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং তাদের অনুভুতির কথা শোনেন। তিনি বলেন, “তোমরা সততা, কর্তব্যনিষ্টা এবং দায়িত্বের সাথে পড়ালেখা করবে তাহলে জীবনে সফলতা অবশ্যই পাবে। ”এরপর থানাহাট ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ কয়েকটি বিদ্যালয়ে যান।