শেখ ফজলে রাব্বি. জামালপুর ঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা হাসপাতাল পরিদর্শন করেছেন সাবেক তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি।
সোমবার সকালে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের সার্বিক খোঁজ খবর নেন।পরিদর্শন শেষে হাসপাতালের ডাক্তার, নার্স ও মিডওয়াইফদের সাথে বৈঠক করেন। বৈঠকে আবুল কালাম আজাদ এমপির কাছে হাসপাতালের ডাক্তার, নার্স ও মিডওয়াইফরা হাসপাতালের নানা সমস্যার চিত্র তুলে ধরেন।
ঐ সময় বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, বিভিন্ন ইউনিয়নেরচেয়ারম্যান, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।