রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
এসো হে নবীন আলোর মিছিলে। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা এলকে আমিন ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক , উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংসা , উলিপুর থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম আমিন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বজরা এল কে আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ , উলিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব রানা। নবীনবরণ অনুষ্ঠানে বজরা এল কে আমিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।