কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

মনে পড়ে তার কথা! কুড়িগ্রাম শহরের এ প্রান্ত হতে ও প্রান্তে হেঁটে হেঁটে যে মানুষটি জ্ঞান বিতরণ করেছেন। কাগজে লিখে সর্বস্তরের মানুষের জন্য আধুনিক মনস্ক ও সময় উপযোগী চিন্তাবিদ, দার্শনিক এবং সমাজ সংস্কারক প্রচার করেছেন অবিরম ভাবে মানুষের খুব কাছ থেকে আমাদের পরম শ্রদ্ধেয় মানুষ উলিপুরের কৃতি সন্তান তৈয়বুর রহমান। ১৬ সেপ্টেম্বর’২১ইং বৃহস্পতিবার কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন জুম্মাহাট মোক্তার পাড়াস্থ নিজ বাস ভবনে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যদিয়ে তৈয়বুর রহমানের ৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এলসিএ কুড়িগ্রাম এর আয়োজনে প্রথমে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে তৈয়বুর রহমানের ৮ তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন এলসিএ, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাইয়ুম খান। অন্যান্যের মধ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিশিষ্ট নাট্যকার কবি ও সাহিত্যিক হেলাল জাহাঙ্গীর। চিত্র শিল্পী লুৎফর রহমান, সাংবাদিক গাউছুল আলম, পরিবার বর্গের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন- মেহেদী হাবিব, এলসিএ সদস্য আয়নাল হোসেন, লিয়াকত আলী লিপু, আলোচনা সভা শেষে অতিথিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন- তৈয়বুর রহমান ছিলেন একজন সমাজ সংস্কারক ও দার্শনিক। তিনি তার বাণীতে সমাজকে জানিয়েছেন- সাধু সেজোনা, সাধু হও। পৃথিবীতে সময় বলতে কিছু নাই, যা আছে তা হলো-জ্ঞান তাল। পৃথিবীতে সর্বশেষ তথ্য বলতে কিছু নেই, মত থেকে মতের উদ্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *