কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
“আমরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ”এই স্লোগানকে সামনে রেখে দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহযোগিতায় আন্র্Íজাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উলিপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উলিপুর এমএস স্কুল কলেজে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে কলেজের হলরুমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদের,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উলিপুর মহিলা কলেজের সহোযোগী অধ্যাপক ফিরোজ আলম, প্রভাষক মিজানুর রহমান বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী নুরে আলম সিদ্দিক ও উলিপুর উপজেলার দুদকের নেতৃবৃন্দ।