কুড়িগ্রাম প্রতিনিধি :
“কৃষক বাঁচাও, দেশ বাঁচাও” এ স্লোগানে কুড়িগ্রামের উলিপুরে দলদলিয়া ইউনিয়ন শাখা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) রাতে দলদলিয়া কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন হয়।
সম্মেলনে দলদলিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক কামরুজ্জামান মুন্সি রানার সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষিবিদ লুৎফুল বারী আল ওসমানী, কুড়িগ্রাম জেলা কমিটির আহবায়ক এস.এম ওমর ফারুক, যুগ্ম আহবায়ক মাহবুবুল আলম খন্দকার বিল্পব, প্রদীপ চন্দ্র সরকার, সদস্য মমিনুুর রহমান, জেলা নেতা আনিসুজ্জামান, উলিপুর উপজেলা কমিটির আহবায়ক ভবেশ চন্দ্র পাল, থেতরাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল শেখসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতা-কর্মীরা। সম্মেলন উপলক্ষে কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠে গভীর রাত পর্যন্ত সহ¯্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা কমিটির আহবায়ক ভবেশ চন্দ্র পালের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন রাত ৯টার দিকে শুরু হয়। উপস্থিত নয়টি ওয়ার্ডের কৃষকলীগের নেতা-কমীদের উপস্থিতিতে প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে কামরুজ্জামান মুন্সি রানাকে সভাপতি ও আবু সাইয়াদ মালদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।