নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ধর্না দিন, অবস্থান নিন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সামনে ৬ দফা বাস্তবায়নের দাবীতে এ কর্মসূচী পালিত হয়।
অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সদস্য ও উপজেলা সভাপতি কমরেড দেলওয়ার হোসেন, সাধারন সম্পাদক বিশ্বজিৎ সিংহ বাপ্পা, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক এ্যাডভোকেট প্রদীপ কুমার রায়, কমরেড সোলায়মান আলী, কমরেড হামিদুর রহমান বাবু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বিনামুল্য গ্রামে গ্রামে করোনার র্যাপিড টেস্ট ও নমুনা সংগ্রহ এবং জেলায় জেলায় আরটি পিসিআর টেস্ট করতে হবে। করোনায় কর্মহীন ক্ষেতমজুরসহ গরিব-দুঃখীদের বিনামূল্যে খাদ্য দিতে হবে। কর্মসৃজন প্রকল্প সকল উপজেলায় চালু করে ক্ষেতমজুরসহ গ্রামীন মজুরদের কাজের ব্যবস্থা করতে হবে।
আরো বলেন, পল্লী রেশনিং চালু করে গরিব মানুষদের সারা বছর কম দামে চাল, ডাল, তেল, লবন, চিনি দিতে হবে। সকল প্রকার ঋণের কিস্তি আদায় করোনাকাল পর্যন্ত বন্ধ রাখতে হবে। গ্রামীণ বরাদ্দ লুটপাট বন্ধ ও লুটপাটের সাথে জড়িতদের দৃষ্টান্তমূল শাস্তি দিতে হবে। ৬ দফা দাবির সমর্থনে দেশব্যাপী বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি এ কর্মসূচী পালন করেন।