কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে গলায় ফাঁস দিয়ে শামীম মিয়া(২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শামীম মিয়া তবকপুর ইউনিয়নের বামনাছড়া নয়াগ্রামের মুকুল মিয়ার পুত্র। জানা গেছে, রোববার সন্ধ্যায় উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া নয়াগ্রামে নিজ বসতবাড়ীর ঘরের ভিতর সবার অজান্তে বাঁশের ধরনার সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন শামীম মিয়া।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।