মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম ঃ
কুড়িগ্রামের উলিপুরে ২৮জন গার্মেন্টস কর্মিকে কৃষি শ্রমিক সাজিয়ে ঢাকা পাঠানোর অপরাধে এরশাদ আলী নামের এক ব্যক্তির ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার ভোর ৩টার দিকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মেহের আলী পুত্র এরশাদ আলী ওই ইউনিয়নের ২৮ জন গার্মেন্টস কর্মিকে কৃষি শ্রমিক সাজিয়ে ঢাকা পাঠানোর জন্য গভীর রাতে উলিপুর বাস টার্মিনালে নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির পুলিশ নিয়ে বাস টার্মিনালে অভিযান চালান। এসময় কর্নফুলী নাইট কোচ থেকে এরশাদ আলীসহ যাত্রীদের আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে এরশাদ আলীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, আটক যাত্রীদের বাড়ি ফেরত পাঠানো হয়েছে।