মাহমুদুল হাসান শাহীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি॥
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থার অর্থায়নে ২৮টি গরু কোরবানী দিয়ে ৯শ ৮০ পরিবারের মাঝে ২ কেজি করে মাংস বিতরণ করেছে ইসলামীক রিলিফ বাংলাদেশ। শুক্রবার সকালে উপজেলার লতিফ রাজিয়া ফাজিল মাদরাসা ও পাঁচপীর কেরামতিয়া আলিম মাদরাসায় গরুগুলি কোরবানী করা হয়। পরে সহকারী প্রকল্প কর্মকর্তা রেজাউল করিমের তত্বাবধানে উপজেলার ৬টি ইউনিয়নে মাংস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ধরনী বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক। বিতরণকৃত মাংস পেয়ে দুস্থ পরিবারগুলোর মাঝে ঈদের আনন্দ ফুটে ওঠে।