উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুরে ‘প্রেসক্লাব উলিপুর’ এর উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ নুর-এ জান্নাত রুমীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহষ্পতিবার (২৭ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত ইউএনও’কে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের আহবায়ক উত্তম কুমার সেন গুপ্ত লক্ষন, সদস্য সচিব আল এনায়েত করিম রনি, সিনিয়র সাংবাদিক মমিনুল ইসলাম, ইউনুস আলী, রুহুল আমীন রুকু, শিমুল দেব, চন্দন সরকার, বাবলু মিয়া ও জিয়ন রায়হান প্রমুখ। সৌজন্য স্বাক্ষাৎকারে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নুর-এ-জান্নাত রুমী উলিপুরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, উলিপুরে এই প্রথম কোন মহিলা উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করায় সাংবাদিকরা সকল প্রকার ভালো কাজে তাকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।